গতকাল বৃহস্পতিবার ২২মে ২০২৫ সকাল ১০.৩০ টায় চিলমারী উপজেলা পরিষদের সভাপক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারী সরকার, উপজেলা জামাতের (ভারপ্রাপ্ত) আমির নূরে আলম মুকুল, বিএনপি নেতা ও সাংবাদিক আবু ওবায়দুল্লাহ খাজা, বিএনপি নেতা ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু, বিএনপি নেতা জোবাইদুল হক সুইট, বিএনপির আসরাফুল আলম বকুল, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, ঢুষমারা থানার ওসি মো: আশরাফুল, নৌ পুলিশ কর্মকর্তা, বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের উপজেলা কৌশলী মো: জুলফিকার আলী, রমনা ইউনিয়নের চেয়ারম্যান ও চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, নৌকা সমিতির নেতা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাসিক মিটিংয়ে ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগন উপস্থিত থাকার কথা থাকলেও ২জন উপস্থিত ছিল।
প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকগন যথা সময়ে উপস্থিতির জন্য "হোয়াটসঅ্যাপ" গ্রুপ খোলা হয়। সাংবাদিক বদরুদ্দোজা বলেন, "ফিঙ্গার পাঞ্চ মেশিন" স্থাপন করে করা হলে রেকর্ড থাকবে। সমিতির সভাপতি সুইট বলেন, জোড়গাছ হাটে ইজারা ও খাজনা বেশী করে তোলা নিয়ে অভিযোগ তোলেন। সরকারী মূল্য তালিকার চেয়ে বেশী মূল্যে। তিনি আরো জানান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জামায়েতপন্থী শিক্ষকদেরা স্কুলে অনুস্থিত থেকে জোড়গাছ হাটে গিয়ে খাজনা তোলায় নিয়োজিত ছিলেন।
জামাতের আমীর বলেন,
চর অঞ্চলের শিক্ষকদের জন্য চর ভাতার দাবী করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন বন্ধে আইন শৃঙ্খলা বাহীনি, সাংবাদিক ও সকলের সহযোগীতা ও এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদ উপলক্ষে ঈদ উদযাপন কমিটি গঠন করা হয়।