হামলা ভাংচুর আর মামলা উপেক্ষা করে আগামি কাল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ বাহিনী কে দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছে। যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। ইতিমধ্যে ঐ দুটি ইউনিয়নে ভোট গ্রহনের জন্য যা প্রয়োজন সমস্ত লোকবল সহ ইভিএম মেশিন পৌছিয়ে দেয়া হয়েছ । ঐ দুটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ১২ জন, সাধারণ সদস্য পদে ৭২ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ২৩ জন।
আইল হাস ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ৩ জন,দলীয় নৌকা প্রতিক ১ জন, স্বতন্ত্র ২ জন,সাধারণ সদস্য পদে ৩৬, সংরক্ষিত মহিলা সদস্যা ১০, নাগদাহ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ৯ জন, দলীয় নৌকা প্রতিক ১, স্বতন্ত্র ৮, সাধারন সদস্য মোট ২৬, সংরক্ষিত মহিলা সদস্যা১১ জন। মোট কেন্দ্র ১৮টি নাগদাহ ইউনিয়ন ৯ টি, আইল হাস ৯ টি, মোট ভোটার সংখ্যা ২৭০৭৪, নাগদাহ ইউনিয়নে মোট ভোটার ১৪০৩৫,মহিলা ভোটার ৬৪২৫,আইলহাস ইউনিয়নে মোট ভোটার১৩০৩৯, নারী ৬৪২৫ জন। আগামী কাল ১৬ ই মার্চ সকাল ৮ ঘটিকা হতে এক টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এর পর শুরু হবে গননার পালা যার পাল্লা ভারি হবে তাকেই বেসরকারি ভাবে বিজয় ঘোষণা করা হবে। সে পযর্ন্ত অপেক্ষা।