কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলো- চৌদ্দগ্রাম উপজেলার বিষবাগ গ্রামের মোঃ সাখাওয়াত হোসেন রিয়াজ (২৫) ও মোঃ আরিফ (২৯)।
উদ্ধারকৃত সামগ্রী- চাইনিজ কুড়াল ২টি, রামদা ৩টি, দা ৫টি, নুনচাক ১টি, ছুরি ১টি, নক ১টি, ওয়্যার কাটার ১টি, কার্তুজ ১ রাউন্ড, দূরবীন ১টি, পাসপোর্ট ১টি এবং ১০টি মোবাইল ফোন (৮টি অ্যান্ড্রয়েড, ২টি বাটন)। আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।