সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা চাঁনপুর ও পান্ডব গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত মরাগাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টানা বৃষ্টির মাঝেও শত শত নারী-পুরুষ ‘ইসলাম বাজার ব্রিজ’ এলাকায় এই মানববন্ধনে অংশ নেন। ছয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য নেছার আলী, সঞ্চালনায় ছিলেন স্থানীয় রিপন আহমদ রুপন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবাহান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তেরা মিয়া, শামীম আহমদ, আম্বিয়া বেগম, নুরজাহান বেগম, আব্দুল করিম, আবুল হোসেন, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী সোনাফর আলী, দিলাল আহমদ ও তারেক মিয়ার নেতৃত্বে শতাধিক শ্রমিক প্রতিরাতে ৩০–৩৫টি স্টিলবডি নৌকার মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ২০ হাজার ঘনফুট বালু উত্তোলন করছে। এতে প্রতিরাতে প্রায় ১৫–২০ লাখ টাকার বালু পাচার হচ্ছে।
ফলে হাদা চাঁনপুর, পান্ডব, বীরেন্দ্রনগর, গিলাছড়া, নরসিংপুরসহ ছয়টি গ্রামের মসজিদ, ব্রিজ ও বসতবাড়ি নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেন বক্তারা।

তারা আরও বলেন, অভিযুক্তরা প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতিটি নৌকা থেকে গড়ে দুই হাজার টাকা করে চাঁদাও আদায় করছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোনাফর আলী, দিলাল মিয়া ও গৌছ মিয়া অবৈধ বালু উত্তোলন ও চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এই এলাকা ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় জটিলতা রয়েছে। তবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।