গত শুক্রবার ১লা আগস্ট ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আব্দুল আজিজ সুজনের সভাপতিত্বে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকল সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সদস্যদের ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোশারফ হোসেন,ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ সুজন।
জেনারেল সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল,এসিস্ট্যান্ট সেক্রেটারী হিসেবে আবু তাহের,ফাইন্যান্স সেক্রেটারী আফজাল হোসেন রুহুল,এডুকেশন সেক্রেটারী জাহিদ হাসান রুহেল,এসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারী ইঞ্জিঃ ইব্রাহীম সাদেক,প্রেস সেক্রেটারী সাব্বির আহমদ,মেম্বার পদে হাজী বদরুল আলম নির্বাচিত হয়েছেন।
প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারী সহ নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যরা বলেছেন যে জাতি যতো শিক্ষিত,সেই জাতি ততো উন্নত। তাই শিক্ষার বিকল্প নাই। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শুধু একটা সংগঠন বা কমিটির দ্বারা সম্ভব নয়। এই কাজে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।