সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় আসামী এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।


সাভার মডেল থানার মামলা নং ০৩(০৯)২৪ এবং আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর আইসিটি বিডি কেস নং-১৪/২৫ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এএসআই (সঃ) মোহাম্মদ আলী (৩১) দীর্ঘদিন পলাতক থাকার পর ০৩/০৮/২০২৫ তারিখ সকালের দিকে নারায়ণগঞ্জ জেলাধীন রুপগঞ্জ থানার অন্তর্গত মুরাপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর আইসিটি বিডি কেস নং-14/25 মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হওয়ায় আসামীকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থ্যা, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

আসামী এএসআই (সঃ) মোহাম্মদ আলী (৩১), বিপি-9413170846, পিতা-মৃত মুনসুর আলী, মাতা-নাজমা আক্তার,  তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ সদর থানার কালাইহাতি গ্রামে।