উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালনা না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সিলেটের জকিগঞ্জে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার দুপুর আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানকালে শাহগলী এসএম মনসুর ব্রিকস ও বারঠাকুরী ইস্টার্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ভাটার ইট তৈরির স্থাপনা ভ্যাকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধি, জকিগঞ্জ থানা পুলিশের প্রতিনিধি, জকিগঞ্জ ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও দূষণের দায়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটি বন্ধও করা হয়েছে।