জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা এমএজি বাবর কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এমএজি বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।
জানাযায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তবে বাকি দুটি মামলায় তাঁর কোনো জামিন ছিল না। পুলিশ সূত্রে জানা যায় পুলিশের একটি টিম রবিবার সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেফতার করেছে।