সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফয়সল আহমদ ফটল নামে এক টমটম চালক নিহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার বাদ আসর উপজেলার আটগ্রাম মাদাননগর যাত্রী ছাউনীর পাশে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টমটম চালক মারাত্মক ভাবে আহত হন। উপস্থিত লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর লাশ পাঠানো হয়।
নিহত ব্যক্তি কসকনপুর ইউনিয়নের নোয়াগ্রামের আব্দুল মান্নান এর ছেলে। নিহত ব্যক্তির দুইজন সন্তান রয়েছে বলে জানা যায়।