দেশে ও প্রবাসে অবস্থানরত জকিগঞ্জের যুবকদের নিয়ে গঠিত জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম প্রতিবছরের ন্যায় এ বছরও রামাদ্বান ফুড প্যাক বিতরণ করেছে।

দেশে ও প্রবাসে অবস্থানরত জকিগঞ্জের যুবকদের নিয়ে গঠিত জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম প্রতিবছরের ন্যায় এ বছরও রামাদ্বান ফুড প্যাক বিতরণ করেছে।প্রত্যাশা ফোরামের অর্থ সম্পাদক ফজল আহমদ ও সমাজ কল্যান সম্পাদক কাওছার আহমদের সার্বিক তত্বাবধানে সুবিধবঞ্চিত মানুষের ঘরে ঘরে ফুড প্যাক পৌঁছিয়ে দেয়া হয়।  ফোরামের নেতৃবৃন্দরা বলেন,আমরা এক ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সিন্ধান্ত নেই ফুড প্যাক বিতরণ করার।আমরা মনে করি, রামাদ্বান মাস!মুসলিম উম্মার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করে।সেইসাথে দুস্থ অসহায় মানুষেরা হয়তো দূর্বিসহ হতাশায় আছে।সেহরি ইফতারে কী খাবে,কোথায় হাত পাতবে!হতাশার সাথে দীর্ঘশ্বাস নিচ্ছেন হয়তো।এ বিষয় গুলো চিন্তা করে সিন্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়ন করেছি।  প্রত্যাশা ফোরামের সকল সদস্যদের দানকৃত অর্থ দিয়ে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।ফটোসেশান কিংবা লোক দেখানো নয় তালিকা অনুযায়ী ঘরে ঘরে পৌছিয়ে দেয়া হয়েছে ফুড প্যাক গুলো।  যারা সময়,অর্থ ও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ।