পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এক মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে মেসের কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহপাঠীরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাশের ভবনে থাকা বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মারেফুল ইসলাম জানান, “আমি নিচে নামছিলাম, তখন দেখি একটি ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছে। পরে জানতে পারি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ছেলেটিই ভালো বলতে পারবে।”
ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।