ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেন মল্লিকের ছেলে।
স্থানীয় সূত্র এবং নিহতের পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল সমির মল্লিক ও তার চাচাতো ভাই বাবুল মল্লিকের মধ্যে। ঘটনার দিন দুপুরে এ বিরোধ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এসময় সমির মল্লিক মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় বাবুল মল্লিক শাবল দিয়ে সমির মল্লিকের মাথায় আঘাত করেন, যার ফলেই তার মৃত্যু হয়েছে।
তবে ভিন্ন তথ্য দিয়েছেন ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি বলেন, “নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।