অবিলম্বে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষনা করতে হবে এমনটাই বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

অবিলম্বে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষনা করতে হবে এমনটাই বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত "মার্চ ফর ইউনিটি" তে এমনই মন্তব্য করেন তিনি। তিনি সরকারের জুলাই প্রোক্লেমেশন ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। বক্তব্যে তিনি আরো বলেন, " বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আগামীর নির্বাচন হবে গনপরিষদ নির্বাচন।যারা এই নির্বাচনে বিজয়ী হবে তারা একই সাথে নতুন সংবিধান প্রনয়ন করবে।" এর আগে গতকাল রাতে নানা নাটকীয়তার মধ্য দিয়ে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সকাল থেকেই দেশের বিভিন্ন যায়গা থেকে সমাবেশে অংশগ্রহণ করার জন্য লোকজন শহীদ মিনারে জড়ো হয়। সভায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সহ অন্য অন্য গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন।