জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্বিতীয়বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন এবং পুলিশ সদর দফতর কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলা পুলিশ তাকে এই স্বীকৃতি দিয়েছে। ৯ জুলাই (বুধবার) দুপুরে জামালপুর পুলিশ লাইনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই পুরস্কার প্রদান করা হয়।জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম-এর হাত থেকে ওসি খন্দকার শাকের আহমেদ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এ স্বীকৃতি পেশাগত জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি এই অর্জন ধরে রাখতে বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্য এবং উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।