গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের দয়াময়ী পাড়া এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষপাড়া এলাকার শাহরিয়ার আলম শিপু (৩০) ও সদর উপজেলার কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল (২৫)
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহরিয়ার আহমেদ শিপু ও সাগর রহমান শাকিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের নিকট থেকে দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের মধ্যে সাগর রহমান শাকিলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। আটককৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা খন্দকার আলী আকবর আজম নামে এক ব্যক্তির নিকট থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে কিনে খুচরায় বিক্রি করে। তাদের তথ্যের ভিত্তিতে গভীর রাতে শহরের বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজমকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে চার হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লাখ ৩ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।