নিহত শিশু দু’জন হলো—মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামের শাকিল মিয়ার তিন বছরের ছেলে আলিফ মিয়া এবং প্রতিবেশী সোহেল মিয়ার তিন বছরের মেয়ে মায়ামনি।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় একসঙ্গে খেলতে বের হয় দুই শিশু। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজ করতে গিয়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয়রা দুই শিশুকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।