জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তন্ময় পলাতক রয়েছে এবং এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।  ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকার রবিউল মন্ডলের ছেলে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তন্ময়(১৬) প্রতিবেশী চার বছর বয়সী এক কন্যা শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় উচ্চ শব্দে গান বাজিয়ে ওই শিশুকে ধষর্ণ করে তন্ময়। এদিকে ভুক্তভোগী শিশুর ৩ বছর বয়সী ছোট ভাই বোনকে বাড়ির কোথাও খোঁজে না পেয়ে মাকে জানায়। পরে ওই শিশুর মা নিজের মেয়েকে খোঁজতে প্রতিবেশী তন্ময়দের বাড়িতে আসে এবং সেখানে তার মেয়েকে দেখতে পান। এ সময় ভুক্তভোগী শিশু মাকে দেখে কান্না শুরু করে এবং মায়ের কাছে সব খুলে বলে। আর এই সময়ের মধ্যে অভিযুক্ত তন্ময় বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত তন্ময়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী। এই ঘটনার সোমবার রাতেই ভুক্তভোগীর পরিবার মাদারগঞ্জ মডেল থাকায় হাজির হয়ে মামলা করেছে। এদিকে ধর্ষণে অভিযুক্ত তন্ময়ের পরিবার ঘটনাটি শত্রুতাবশত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে।  ভুক্তভোগীর শিশুর পরিবার বলেন, আমার অবুঝ শিশুকে ফুসলিয়ে প্রতিবেশী তন্ময় বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। তন্ময়ের পরিবারের সাথে আমাদের কোন পূর্ব শত্রুতা নেই, অপরাধ থেকে বাঁচার জন্য এসব করা বলছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল  মামুন বলেন ভুক্তভোগী শিশুর পরিবার শিশুকে নিয়ে রাতে থানায় আসলে বিস্তারিত জেনে মামলা রুজু করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তন্ময় ঘটনার পর থেকেই পলাতক, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।a