“সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জার্নালিজম ফর সুন্দরবন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) বেলা ১১টায় সাতক্ষীরার অগ্রগতি সংস্থার রিসোর্ট এবং ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকার এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জার্নালিজম ফর সুন্দরবন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদস্য সচিব আহসান রাজিব, উপদেষ্টা জিএম মুজিবর রহমান প্রমুখ। ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, সদস্য ও সাংবাদিক রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, এম রফিক, আসাদুজ্জামান মধু, আখতারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, মনিরুল ইসলাম মনি, সামিউল আযম মনির, এসকে হাসান, আকরামুল ইসলাম, অনাথ কুমার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ফুসফুস খ্যাত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশগত সংকট এবং এর উত্তরণে গণমাধ্যমের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করাই ছিল সভার মূল উদ্দেশ্য। সাংবাদিকগণ সুন্দরবনের বর্তমান পরিস্থিতি, দূষণের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য, জলজ প্রাণী এবং উদ্ভিদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে, যা সামগ্রিক বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলছে বলে উল্লেখ করেন।
আলোচনায় সুন্দরবনের বাস্তুতন্ত্রের উন্নতিতে করণীয় বিভিন্ন দিক উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা। একই সাথে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে হবে। সুন্দরবনের সুরক্ষায় জনসচেতনতা তৈরি এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে বনের গুরুত্ব এবং এর সংকটগুলো সঠিকভাবে তুলে ধরা সম্ভব। সভায় সুন্দরবনের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এবং এর অমূল্য বাস্তুতন্ত্র রক্ষায় আরও সক্রিয় ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বলা হয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রতি উপজেলায় পলিথিনীর বিকল্প হিসাবে ১০ হাজার পিচ করে ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হবে। এই ব্যাগটি একজন এক বছর ব্যবহার করতে পারেন।