জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শহীদ মো. আবু সাঈদ মিয়ার কবর জিয়ারত এবং পরিবারের সাথে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর প্রতিনিধিগণের সাক্ষাৎ

জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শহীদ মো. আবু সাঈদ মিয়ার কবর জিয়ারত এবং পরিবারের সাথে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর প্রতিনিধিগণের সাক্ষাৎ গত ১৫ ডিসেম্বর ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ  রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ আবু সাঈদ মিয়ার কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে সাথে সাক্ষাৎ করেন সিজেডএম প্রতিনিধিগণ। সাক্ষাৎকালে শহীদ আবু সাঈদের মা ও ছোটবোন সুমি খাতুন সিজেডএম-এর প্রতি আবু সাঈদের পাঠানো  ম্যাসেজগুলো শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, শহিদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রতিমাসে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট থেকে বৃত্তি পেয়েছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা স্বরূপ জিনিয়াস বৃত্তি রংপুর অঞ্চলের নাম পরিবর্তন করে 'জিনিয়াস আবু সাঈদ রংপুর' করা হয়েছে।