বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোণা জেলা শাখা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোণা জেলা শাখা।
আজ বৃহস্প্রতিবার (০৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় জেলা শহরের বিএনপি কার্যালয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু এবং কৃষক দলের জেলা সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, ড্যাব নেতৃবৃন্দ—ডাঃ মাজহারুল আলম মাজু, ডাঃ রায়হান, ডাঃ সায়েম, ডাঃ রিতা ও সাদি।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আমল রাজু এবং সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়াতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।