দুমকি উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত কাল বুধবার বিকাল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার জনাব শাহিন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, পটুয়াখালী জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার পটুয়াখালী সদর ও দুমকি, ক্যাপ্টেন জনাব মোহাম্মদ সাকিবসাইফ, দুমকি সহকারি কমিশনার ভূমি, জনাব নুসরাত জাহান, দুমকি থানা অফিসার ইনচার্জ জনাব ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার,দুমকি উপজেলা জামাতে ইসলামীর সভাপতি জনাব মাওলানা জালাল উদ্দিন খান।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন শ্রেণী পেশার ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট থেকে দুমকি উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত গ্রহণ করেন। এবং সামনে হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।