সোমবার (১৪ই জুলাই) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দীন মেম্বার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ উপকারভোগী সদস্যরা।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবার ও দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০৪ বান্ডিল ঢেউটিন ও পরিবার প্রতি নগত অর্থের চেক বিতরণ করা হয়।