সোমবার (১লা সেপ্টেম্বর ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি'র অধীনে একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্যরেখা হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯,০৪০ পিস ভারতীয় বেটনোভেট-এন ক্রিম জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এই অভিযান তারই অংশ। জব্দকৃত ওষুধ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে বিজিবির এমন উদ্যোগে সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।