সিলেটের জৈন্তাপুরে ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল সহ দীর্ঘদিন যাবত বসবাসকারীদের নাম স্হায়ী বন্দবস্তের দাবীতে বিক্ষোভ মিছিল ও দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ই মে) সকাল ৯:০০ ঘটিকায় চারিকাঠা ভিত্রিখেল শাহী ঈদ গাঁ মাঠে বিক্ষোভ মিছিলে জড়ো হয় পাঁচমৌজা এলাকার সাধারণ নারী পুরুষ। এদিন জৈন্তাপুর উপজেলা ভূমি অফিস কর্তৃক দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারাকৃত জায়গার সীমানা নির্ধারণের খবর সকাল থেকে পাঁচ মৌজার নারী পুরুষ একত্রিত হতে থাকে। পরে সরকারিভাবে সীমানা নির্ধারণ কার্যক্রম না করার জন্য উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ডাক দেয়া হয়।
এরপর বেলা ১১:০০ ঘটিকায় ঈদ গাঁ এলাকা থেকে ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে পাঁচ মৌজায় বসবাসরত সকল নারী পুরুষ, শিশু মিছিলে অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত পাঁচ মৌজার জনতা বৃহস্পতিবার সরকারি ভাবে মেঘালয় টি এস্টেটের সীমানা নির্ধারণের কাজ বন্ধ করা সহ বিভিন্ন দাবীতে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২:০০ ঘটিকায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত একটানা চলে।
এ সময় অবস্থান কর্মসূচিতে স্হানীয় বর্ষীয়ান ব্যাক্তিত্ব শামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির মূল বক্তব্য উপস্থাপন করেন, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বেলাল। পরে একে একে পাঁচ মৌজার সাধারণ জনগন, আলেম সমাজ,ছাত্রজনতা ও বিভিন্ন পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দুইদিন পূর্বে পাঁচ মৌজার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুইদিন পার না হতে আজ ভুমি অফিস থেকে মেঘালয় টি এস্টেটের সীমানা নির্ধারণের কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে যা পাঁচ মৌজার মানুষের জন্য চরম সাংঘর্ষিক। তারা বলেন জীবন থাকতে পাঁচ মৌজার মানুষ তাদের বসবাসকৃত জমি অন্যের নামে ইজারাভুক্ত হতে দিবে না। তারা দাবী করেন শত বছর ধরে স্হায়ী ভাবে বসবাসকারীদের নামে যেন জমি বন্দোবস্ত দেয়া হয়। অন্যথায় দরবস্ত এলাকায় মানববন্ধন পালন সহ সিলেট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেয়া হবে বলে বক্তারা জানান।
এ সময় অবস্থান কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম।
এ সময় দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, তিনি পাঁচ মৌজার সাথে অতিতেও ছিলেন বর্তমানে আছেন এমনকি ভবিষ্যতেও থাকবেন। এ সময় বক্তব্যে তিনি বলেন পাঁচ মৌজার জনতার আয়োজনে অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের মেঘালয় টি এস্টেটের সীমানা নির্ধারণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)। এ সময় তিনি বলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনীর সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি পাঁচ মৌজার সকলের সাথে সরাসরি আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
পরে পাঁচ মৌজার পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জৈন্তাপুর ও সহকারী কমিশনার (ভুমি)র উপস্থিতিতে পাঁচ মৌজার জনগণের সাথে তাদের দাবী দাওয়া বিষয়ে এক আলোচনা সভা আয়োজনের আহবান জানানো হয়। পরে চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিক্ষোভকারীদের আহবানের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এমনটি আশস্ত করলে বিকেল ৪:০০ ঘটিকায় উপস্থিত পাঁচ মৌজার জনতা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তুলে নেন।