জনবান্ধব ভূমি সেবা, ডিজিটাল বাংলাদেশ গড়া”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

জনবান্ধব ভূমি সেবা, ডিজিটাল বাংলাদেশ গড়া”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। শনিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসন চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।

উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

এবারের মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম, সহকারী কমিশনার (ভূমি) অফিস, রাজস্ব সার্কেল, সাব-রেজিস্ট্রি অফিস ও সেটেলমেন্ট অফিস—মোট আটটি স্টলে ভূমি সংক্রান্ত তথ্য ও সরাসরি সেবা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন—
“ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ অত্যন্ত জরুরি। সহজসাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মাধ্যমে ভূমি বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোই এ মেলার প্রধান লক্ষ্য।”

মেলায় সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর, অনলাইন মিউটেশন, খতিয়ান যাচাইসহ প্রয়োজনীয় তথ্য ও সেবা নিচ্ছেন সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে।