ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে পৌর ভূমি অফিসের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান সমাবেশ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। সর্বস্থরের হিন্দু সমাজের ব্যানারে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ২শ ৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রিয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ আদালতের নির্দেশে বর্তমানে বন্ধ রয়েছে।

বর্তমান ঝালকাঠি জেলা প্রশাসন পুনারায় ওই জমিতে ভূমি অফিস নির্মানে নানামুখী তৎপরতা শুরু করেছে। আজকে যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে দেবোত্তর স্টেটের জমিতে ভূমি অফিস নির্মাণের পায়তারা করছে। এহেন অপচেষ্টা বন্ধে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে অপতৎপরতা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকার ও প্রশাসনের কাছে দাবী জানায়। অন্যথায় জেলার সর্বস্থরের হিন্দু সমাজ দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পিনাকী দাস, বরিশালের মানবাধিকার কর্মী ও আইনজীবী লিলা দাস, উদীচীর সভাপতি গোলাম সাঈদ খান, হিন্দু মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিব রায়, হিন্দু যুব ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শৈলেন অধিকারী, সাংস্কৃতিক সংগঠক বাউল শুভ প্রমুখ সহ হিন্দু নেতৃবৃন্দ অংশগ্রহন করে বক্তব্য রাখেন।