বিকেলে আসরের নামাজ শেষে মুসল্লিরা নদী সংলগ্ন মসজিদ থেকে বের হওয়ার সময় নদীতে লাশ ভাসতে দেখে নলছিটি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। গতকাল শুক্রবার আসর বাদ উপজেলার দপদপিয়া ইউনিয়নের সুগন্ধা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের শরীরে পাঞ্জাবি ও দাড়ি ছিল, যা থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি মধ্যবয়সী একজন মুসলমান ছিল। তার পাঞ্জাবির পকেটে কিছু টাকা ও একটি টুপি পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বিকেলে আসরের নামাজ শেষে মুসল্লিরা নদী সংলগ্ন মসজিদ থেকে বের হওয়ার সময় নদীতে লাশ ভাসতে দেখে নলছিটি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নদীতে ভাসমান অবস্থায় এক মধ্যবয়স্ক যুবকের লাশ পাওয়া গেছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। শনিবার (১৮ মার্চ) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।