যশোরের ঝিকরগাছার ৬ নংঝিকরগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার(১০মে) সকালে মল্লিকপুর গুচ্ছ গ্রামে ঋষি পল্লীতে আসহায় পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। ঋষি শান্তি রামের ছেলে অনিল রামকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার ঘরের চাল নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘ দিন যাবত বৃষ্টি হলেই পানি পড়ে তার ঘরে আসবাবপত্র ভিজে যায়, বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জামায়াত নেতাদের দৃষ্টি আসে, শনিবার সকালে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম স্বেচ্ছাসেবক টিম নিয়ে উপস্থিত থেকে নিজেদের অর্থায়নে ও স্বশ্রোেমে ঘরটি পূর্ণ মেরামত করে দেন। ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির শেখ আব্দুর রাকিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম,ইউনিয়ন জামায়াত নেতা গাজী ফয়েজ , মোঃ কামাল ফারুকী , বেলাল হোসেন সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।