উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার'র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, 'জুলাই যোদ্ধা' আহত ছাত্র আব্দুল্লাহ আল মামুন আকাশ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, ডিজিএম গোলাম কাদির, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা,সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,
ইন্সট্রাক্টর শিউলি খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, সমবায় অফিসার নুরোল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা নয়ন বাবু চৌধুরী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাতেমা সুলতানা,ওসিএলএসডি আল আমিন বিশ্বাস,
উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তাসরিফ হোসেন, প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আব্দুর রহমান শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি আব্দর রশিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
আলোচনা শেষে 'জুলাই শহিদদের' স্মরণে এক মিনিট নিরবতা পালন ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম 'জুলাই' শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।