উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেছেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ব্লাডকর্ণার স্থাপন একটি যুগান্তকারী জরুরী সেবামূলক পদক্ষেপ।
তিনি আশা প্রকাশ করে বলেন, একজন মুমূর্ষ রোগীর জরুরী রক্তের প্রয়োজন মেটাতে এই ব্ডলা ব্যাংক মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক্ষেত্রে রোগীর আত্মীয়-স্বজন, পরিবার-পরিজনদের রোগীর জরুরী রক্তের জন্য জেলা সদর কিংবা দূর- দূরান্তের কোথাও ছোটাছুটি করতে হবে না। আত্ম মানবতার সেবায় মহতি এই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা করায় যশোরের জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ব্লাড ব্যাংকের প্রধান উদ্যোক্তা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার আরো বলেন, একজন সবল-সুস্থ মানুষ স্বেচ্ছায় রক্ত দান করলে শারীরিক কোন ক্ষতি হয়না। এই বøাড ব্যাংকে রক্তদাতা ব্যক্তিদের উৎসাহিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের অসচ্ছল রোগীর পরিবার-পরিজন সাশ্রয়ীমূল্যে রক্তের প্রয়োজন মেটাতে পারবেন।
বুধবার(৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বøাড ব্যাংকের উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডাঃ আঞ্জুমান আরা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মেহেদী হাসান, ডেন্টাল সার্জন ডাঃ মীনাক্ষী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রফিকুজ্জামান, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবু ইউসুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা 'পল্লী প্রগতি' সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আঁখি খাতুন, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, সনুকা ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. ফারুক হোসেন, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও স্বাস্থ্য সহকারী (ফিল্ড) কামরুজ্জামান।