চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীর বাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।

চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীর বাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার (৩০ জুন) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গী সাতাইশ ধরপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মিরাজ। তিনি নগরীর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। 
এলাকাবাসী জানান, ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ী বজলুর রহমান স্থানীয় ধরপাড়ায় জায়গা ক্রয় করে বাড়ি করেছেন। সম্প্রতি তিনি বাড়ির তিন তলার নির্মাণ কাজ শুরু করলে ছাত্রদল নেতা মিরাজ দেড় লাখ টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার বেলা ২টায় ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিরা ব্যবসায়ী বজলুকে বাড়ির সামনে ফেলে মারধর করে। এ ঘটনায় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাওয়ায় সোমবার সন্ধ্যা ৭টায় ছাত্রদল নেতা মিরাজ ও নিহাদের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী বজলুর বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়ির ভেতর থাকা দু’টি মোটরসাইকেল ও দরজা জানালা ভাংচুর করে এবং ঘরের ভেতরে ঢুকে যাবতীয় আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। 
ব্যবসায়ী বজলুর রহমান বলেন, ‘ঘটনার সময় সন্ত্রাসীদের ভয়ে আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে ছিলাম। সন্ত্রাসীরা আমাকে পেলে মেরে ফেলতো।’ তিনি অভিযোগ করে বলেন, ‘গত ২৮ শে জুন বাড়ির দুই তলার কাজ শুরু করলে ছাত্রদল নেতা মিরাজ এসে কাজ (রড-সিমেন্ট সরবরাহের কাজ) চায়। এসময় আমি অপারগতা প্রকাশ করে বলি, কারোর মাধ্যমে নয়; বরং আমি নিজেই বাড়ির কাজ করছি।’ অবশেষে কাজ না পেয়ে মিরাজ দেড় লাখ টাকার চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতেও অস্বীকার করায় মিরাজ দলবল নিয়ে তার বাড়িতে এসে হামলা ও ভাংচুর চালায়। এদিকে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়া হচ্ছে। 
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, মিরাজ আমাদের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। আলোচিত ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা তাকে শোকজ করেছি।