একইসঙ্গে আয়োজন করা হয় অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. মিজানুর রহমান (মিজান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কলার স্কুলের সহকারী শিক্ষক মো. সুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত নাগরিক। তাদের সাফল্যে আমরা গর্বিত। এ সাফল্য ধরে রাখতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে।তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলীর বিকাশের ওপরও জোর দেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরাও পুরস্কৃত হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন,
আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর আলোকিত সমাজ নির্মাণে ভূমিকা রাখবে। তাদের সাফল্যে আমরা গর্বিত। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াস জরুরি।"
অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন,“আজ আমরা পুরস্কার পেয়ে অনেক খুশি। এ অর্জন আমাদের আরও ভালো পড়াশোনা করতে উৎসাহ দেবে। আমরা শিক্ষক-অভিভাবক সবার কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।