গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না মৃধা এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ মুন্সী।
এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি জানান, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় পুলিশ এক ব্যক্তিকে আটক করে। এর পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশি অভিযানের সময় পুলিশের গাড়ি আটকিয়ে ভাঙচুর করেন।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছেন এসআই রাব্বি মোরসালিন। পুলিশ এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।