গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের মাসিক মিটিং আজ অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজান মাসের ৪র্থ দিনে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ সভাপতি আবদুল হাকিম, সহ সভাপতি অহিদুজ্জান, নাজিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জসিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, দপ্তর সম্পাদক দিলিপ মন্ডল, কোষাধ্যক্ষ শ্রী সমেশ বৈরাগী, এবং সদস্য শান্ত, আকাশ, ইকবালসহ অন্যান্যরা
মিটিংয়ে বিশেষভাবে আলোচনা করা হয় সাংগঠনিক বিষয় এবং ইফতার আয়োজন নিয়ে। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি ও সাংবাদিকতার দায়িত্ব নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় সকল সদস্যরা একমত হন যে, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং সঠিক তথ্য প্রদান করার গুরুত্ব আরও বৃদ্ধি করা উচিত। এ ধরনের সভা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম এবং সকল সদস্যের মধ্যে একতা ও সহযোগিতা আরও দৃঢ় করবে, এমনটি আশাবাদ ব্যক্ত করা হয়।
সভাটি খুবই ফলপ্রসূ ও সক্রিয়ভাবে অনুষ্ঠিত হয়, এবং সবার অংশগ্রহণে সফলভাবে মিটিং সম্পন্ন হয়।