কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা,৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা গোলাসহ ১৫ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় সনাক্ত করেনি কোস্ট গার্ড। শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। ওই তথ্যের ভিত্তিতে গত ৩ রা জানুয়ারি রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মায়ানমারের মংডু জেলার নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় আসলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত বোটটিকে থামার সংকেত দেয়। ওই সংকেত অমান্য করে বোটটি কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলি চালিয়ে বোটটিকে থামার সংকেত প্রদান করলে সন্দেহভাজন বোটটি কোস্ট গার্ড এর উপর অতর্কিত গুলি বর্ষন শুরু করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজো করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে বোটটি থেমে যায় এবং কোস্ট গার্ড দল বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটটি তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা ও ১৬ জন ডাকাত এবং মাদক পাচারকারী আটক করা হয়। এদের মধ্যে ইঞ্জিনরুমে একজন পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটককৃত ডাকাত ও মাদক পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা মায়ানমার হতে মাদকদ্রব্য পাঁচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমূদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।