কক্সবাজারের টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল এলাকায় র্যাব-১৫-এর মাদকবিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোনসহ এক নারীকে আটক করে।
গ্রেফতারকৃত নারী হলেন ছেনুয়ারা বেগম (৪৮), স্বামী শামসুল আলম প্রকাশ শুক্কুর, মাতা, ছুরা খাতুন, বাড়ি পশ্চিম সাগরপাড়, মুন্ডার ডেইল, টেকনাফ, কক্সবাজার।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।