আপাতত উত্তরবঙ্গের শীতকালীন সবজি ফুলকপি, ফসিল জমির বেশির ভাগেই শীতকালে উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা র মানুষ চাষ করে ফুলকপি। হরিপুরের ১নং গেদুড়া ইউনিয়নের মারাধার, সোনামতি, গেদুড়া কিসমত, রাজাদিঘীর কৃষকের কাছে থেকে জানার পর উনারা বলেছেন এই বছর মণ প্রতি ২হাজার টাকা করে পাচ্ছি এই দাম থাকলে আশা করা যায়, এই বছর অনেকটা স্বাবলম্বী হওয়া যাবে। তবে দাম টা আরও বাড়তে পারে বলে তারা আশাবাদী। কিন্তু অন্যান্য বারের মতো এবারও যদি দামটা কমে যায় তাহলে তাদের অনেকটা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন কৃষকেরা। তবে উনারা আশা রাখছে এই বছর তারা এই সবজি হতে অনকটা দাম স্বাবলম্বী হতে পারবে।