জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর  এস আই মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই ইমাম উদ্দিন রাজু ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৭/০৪/২০২৩খ্রি: ০২.৪০ ঘটিকায় ফেনী সদর থানা হাঙ্গারের  শাপলা চত্বর পানির টাংকির নিচে ডাকাতির প্রস্তুতকালে ১। মমিন (৩৫)বছর, পিতা-আব্দুল জলিল, সাং-বিরিঞ্চি ফেনী পৌরসভা, থানা-ফেনী সদর ফেনী। 

২। বাবুল ওরুপে দাদা ভাই (৫২)বছর, পিতা-মৃত মফিজুর রহমান,  সাং-বিরিঞ্চি ফেনী পৌরসভা, থানা-ফেনী সদর, ফেনী,  আটক করে এবং তাদের সহযোগী ৪/৫ জন পুলিশের উপস্থিত টের পালিয়ে যায়। আটককৃতদের নিকট হতে  ০১ (এক)টি দেশীয় রামদা যার দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, ০১ (এক)টি দেশীয় রামদা যার দৈর্ঘ্য ৩২ ইঞ্চি,  একটি ০৫ সুতা লোহার রোড,  দুইটি সুইচ গিয়ার চাকু, দুইটা লাল রঙের গামছা উদ্ধার করা হয়।  পুলিশ সুপার আরও জানান, এরা দীর্ঘদিন ধরে  ডকাতি চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল। ,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা রয়েছে। ফেনী সদর থানায় ডাকাতি   অভিযোগে মামলা দেয়া হয়েছে।