দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আগামী ১০ জানুয়ারি আবারও চালু হতে যাচ্ছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডাইনিং।

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আগামী ১০ জানুয়ারি আবারও চালু হতে যাচ্ছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডাইনিং। হলের শিক্ষার্থী ও কর্তৃপক্ষের উদ্যোগে এই ডাইনিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আবাসিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি এনে দিচ্ছে। শুরুতে ডাইনিংয়ের সদস্যপদ লাভ করতে হলে শিক্ষার্থীদের প্রতি দিনের জন্য ১০০ টাকা করে একবারে ৭ দিনের জন্য মোট ৭০০ টাকা অগ্রিম প্রদান করতে হবে। ডাইনিংয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য হলের কোনো রুমে হিটার, কুকার বা রান্নার কোন সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না, কোন রুমে এসব কিছু পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল এবং সরঞ্জাম বাজেয়াপ্ত করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে হল কতৃপক্ষ। ডাইনিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য ম্যানেজার হিসেবে নির্বাচিত হয়েছেন এ ব্লকের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাহিদ হাসান এবং বি ব্লকের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। তারা ডাইনিং পরিচালনায়  শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন। দীর্ঘ সময় হলের ডাইনিং বন্ধ থাকার কারণে আবাসিক শিক্ষার্থীরা প্রতিদিন খাবারের জন্য হলের বাইরের হোটেল গুলোর উপর নির্ভরশীল ছিলো।