ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে দীর্ঘদিন থেকে চলে আসছে ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন!
গত বুধবার (১৪মে) বিকাল ৪ ঘটিকা থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে সমবেত হয়ে দাবী আদায়ের লক্ষ রাস্তা অবরোধ করে। এতে তীব্র যানজট শুরু হলে পথচারীদের সাথে অতিষ্ঠ হয়ে উঠে। এক পর্যায়ে বাকবিতণ্ডার জের ধরে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে ২৭ এপ্রিল ২০২৫ ডিপ্লোমা কোর্সকে ডিপ্লোমা ডিগ্রী সমমানের এক দফা দাবিতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করলে কিছু শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্ট্রারের প্রত্যক্ষ মদদে তাদের সহপাঠীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তার প্রতিক্রিয়া স্বরূপ বিএনএমসি থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে উল্লেখ করা হয়, ছাত্র-ছাত্রীগণের প্রতিনিধিরা তাদের দাবীর বিষয়ে রেজিস্টার মহোদয়কে অবহিত করে মানববন্ধন স্থগিতের ঘোষণা দিয়ে রেজিস্ট্রার কক্ষ থেকে অফিসের নিচে চলে যায়। সেখানে পুলিশের সাথে অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে বিএনএমসি কর্তৃপক্ষ অবগত নয়। উক্ত স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য বিএনএমসির পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। ২৯ এপ্রিল তারিখ লং মার্চ ঢাকা শহীদ মিনার টু বিএনএমসি কার্যালয় ঘোষণা করা হলে ডিজি মহোদয় শিক্ষার্থীদেরকে আন্দোলন স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানান।
উক্ত আন্দোলনের সুত্রপাত ২৪ শে আগষ্ট ২০২৪! তখন শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে বিএনএমে কর্মরত উচ্চপদস্থ র্কমকর্তারা বিষয়টি সুরাহা করার আশ্বাস দিয়ে সময় চেয়ে নেন। এবং শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে অনুরোধ করেন। পরবর্তীতে দীর্ঘ সময় সময় অতিবাহিত হওয়ার পরও কার্যকরি কোনো পদক্ষেপ না আসায় পুনরায় মার্চ ২০২৫ এ কিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটিভিজম শুরু করে। তবে মার্চ মাসে কোনো উল্লেখযোগ্য বিক্ষোভ বা মানববন্ধনের খবর পাওয়া যায়নি। মার্চ পরবর্তী সময়ে এপ্রিল মাসের শেষ সপ্তাহে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ক্রমেই ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন তীব্র হতে থাকে।
এই আন্দোলনের বিস্তার ঘটে চট্রগ্রাম, রাজশাহী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বাগেরহাট, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সে সব স্থানে অবস্থান নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করে। তাদের মূল দাবি ছিল_ ৩ বছরব্যাপী ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া, যাতে করে তারা পেশাগতভাবে সমান সুযোগ ও মর্যাদা লাভ করতে পারে।
তাদের উত্থাপিত দাবি গুলো হলো:
১. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের মর্যাদা দেওয়া।
২. ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের স্নাতক নার্সদের সমান বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা।
৩. নার্সিং পেশার মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করা।
এ বিষয়ে বিএনএমসির এক কর্মকর্তার (নাম প্রকাশে অনিচ্ছুক) কাছে জানতে চাইলে তিনি বলেন_ শিক্ষার্থীদের দাবী যুক্তিসঙ্গত! তবে কর্তৃপক্ষ কেন তাদের দাবীর পক্ষে রায় দিচ্ছে না, তা আমাদের অজানা!