খুলনার ডুমুরিয়া  থানা পুলিশের বিশেষ অভিযানে  (৭ ই এপ্রিল )  সোমবার ভোরে উপজেলার মাগুরখালী তালতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ফেন্সডিলসহ  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

থানা অফিসার্স ইনচাজ মাসুদ রানা জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার মাগুরখালী তালতলা  এলাকার ব্রীজ সংলগ্ন এলাকায় মাগুরখালী  ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কালে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে  আইয়ুব হোসেন (৫০) এর কাছে থাকা স্কুল ব‍্যাগের মধ‍্যে রাখা ৭০ বোতল অবৈধ ফেনসিডিল  উদ্ধার করা হয়। 

পুলিশ আরো জানায়  দেবহাটার পারুলিয়া এলাকা থেকে  মাদক ব‍্যবসায়ী আইয়ুব হোসেন ফেনসিডিল নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে ডুমুরিয়া ভিতরপথ হয়ে  খুলনার অভিমুখে যাচ্ছিল। আটক মাদক  বিরুদ্ধে  বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।  এ ব‍্যাপারে থানায় মাদকদ্রব‍্য আইনে মামলা হয়েছে।