রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া বালুর মাঠে এলাকায় পাঁচ বছরের এই কন্যা শিশুকে ধর্ষণ করেছেন ১৭ বছর বয়সী এক কিশোর এ ঘটনা ঘটে মঙ্গলবার ১৮ই মার্চ দিবাগত রাত ১১ টার দিকে।। এমন অভিযোগে পেয়ে কিশোরকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ভ্যানে করে থানায় যাচ্ছিল এমন সময় এলাকাবাসী ও উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি থেকে ধর্ষক কে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় এবং গণপিটুনিতেই অভিযুক্ত কিশোরের মৃত্যু হয়। ভিকটিমকেও ঢাকা মেডিকেলে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।