ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত হয়েছেন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের  নিমতলায়  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ নারী  নিহত হয়েছেন। এতে  গুরুতর আহত হয়েছেন ৫ জন । আহতদের  আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

আজ  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের  সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই তথ্যটি নিশ্চিত করেছেন হাসারা  হাইওয়ে থানার ওসি  আব্দুল কাদের জিলানী ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ,ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স চাকা পাংচার  হয়ে গেলে  ঢাকা মাওয়া  এক্সপ্রেসওয়ের  নিমতলা তালুকদার পাম্পের  সামনে অ্যাম্বুলেন্স  চাকা  সচল করার জন্য  থামানো ছিল। পিছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন  যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্স এর পিছনে ধাক্কা দেয় । এ সময় অ্যাম্বুলেন্সের ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় দুই নারী ও তিন পুরুষ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান,নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে বাকি আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি অ্যাম্বুলেন্সটির যাত্রীরা   অ্যাম্বুলেন্সেটির পিছনে দাঁড়ানো ছিল। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি এ অ্যাম্বুলেন্সটির পিছনে সজোরে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। বাসটি থানায় আটক করেছে।