সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম শ্রমিক সংগঠন তামাবিল স্থলবনন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের পরিচালনা কমিটির (২০২৫- ২০২৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সাইফুল ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ৩৯৩ ভোট। একই পদে অপর প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু চেয়ার প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট।
সহ-সভাপতি পদে হারিকেন প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে আয়নাল হক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ ফিরুজ মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে ৫৩২ ভোট পেয়ে দিলীপ শর্মা নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শাহাজাহান আহমেদ হাতি প্রতীকে পেয়েছেন ৪৮৭ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে ৮২২ ভোট পেয়ে ইমরান আহমদ নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ আব্দুল হামিদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীকে ৭৭০ ভোট পেয়ে সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শামিম আহমদ বাই সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট। অর্থ সম্পাদক পদে সেলাই মেশিন প্রতিকে ৭৬৫ ভোট পেয়ে মোঃ কবির হোসেন নির্বাচিত হয়েছেন।অপর প্রার্থী মকবুল হোসেন ট্রাক গাড়ি প্রতীকে পেয়েছেন ২৪৬ ভোট। প্রচার সম্পাদক পদে মোবাইল প্রতিকে ৫৮৩ ভোট পেয়ে মোঃ সেলিম মিয়া নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ শাহ-পরান মাই প্রতীকে পেয়েছেন ৪১৭ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতিকে ৬৯০ ভোট পেয়ে সুজন মিয়া নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৩১৬ ভোট। সদস্য পদে পে-লোডার প্রতিকে ৫০০ ভোট পেয়ে আঃ মুনাফ প্রথম ও বেলচা প্রতীকে ৪৮১ ভোট পেয়ে মোঃ সিরাজুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে। একই পদে অপর প্রার্থী আব্দুল হাসিম মোমবাতি প্রতীকে পেয়েছেন ৪৫৯ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে মোঃ শুক্কুর আলী, ক্রীড়া সম্পাদক লিটন আহমদ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে পারভিন আক্তার।
তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন জুবের উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এবং শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।