রংপুরে তারাগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের সামন থেকে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টা ৩০
মিনিটের দিকে একটি কালো রঙের হাইএক্স গাড়িতে ডিবি পুলিশের একটি টিম ইকরচালী ইউনিয়ন পরিষদে আসে। সেখান থাকা চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাঁধা দিলে তাদের অফিসে যেতে বলা হয়।
আটক ইদ্রিস উদ্দিন উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি।
মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রসস্ত্রসহ বাঁধা ও হামলার ঘটনায় ইদ্রিস উদ্দিনের নামে রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা আছে। ডিবি পুলিশ গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।