তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট বিএম কলেজ দলের সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সকালে কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট বিএম কলেজ দলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পরিছন্নতা কার্যক্রমে ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। পরিস্কার পরিছন্নতা অভিযানটি মূলত তারুণ্যের উৎসব ২০২৫-এর প্রথম সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত হয়। যুব রেড ক্রিসেন্ট বিএম কলেজের দলনেতা তাফসির আহমেদ বলেন, দূর্যোগ মোকাবিলা থেকে শুরু করে ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা পর্যন্ত, আমাদের দল সকল কাজের জন্য প্রস্তত রয়েছে। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সবার জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করে, ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।