মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় সিকদার মার্কেটের সামনে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আব্দুল্লাহ।
সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,
“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবে। বেকারত্ব কমবে, মানুষ স্বস্তি পাবে। এজন্য ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণ যেন বিএনপিকেই বেছে নেয়, সেই লক্ষ্যে কাজ করুন। মনে রাখবেন, বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না।”

স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন,
“মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে, আমরা তা স্বাগত জানাই। তবে ব্যক্তিগত প্রতিযোগিতায় না গিয়ে, আমাদের সবাইকে একই ব্যানারে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, মোতাহার হোসেন, বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিন উদ্দিন চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন—

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা

কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান

রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল

চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম

বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিছ উদ্দিন

রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির চৌধুরী

বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার

মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আখতারুজ্জামান টিটু

মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিম আল রাজি

ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হোসেন

জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজিম উদ্দীন

কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর ইসলাম

এছাড়া বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের নেতা-কর্মীরাও অংশ নেন।

সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।