ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ১০ম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ সেপ্টেম্বর ২০২৫) শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইমাম গাজ্জালী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি সাংবাদিক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া চেম্বার অব কামর্স এর পরিচালক পারভেজ মজমাদার, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রধান সম্পাদক সোহেল খন্দকার, দৈনিক গণকন্ঠ ও নিউজ টাইমস এর সিনিয়র রিপোর্টাট হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ।এছাড়াও আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ফুড ভ্যালির সত্ত্বাধিকারী আলহাজ্ব খুরশীদ আলম জোয়াদ্দার, সাবেক ব্যাংকার আলাউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর এস.এম ওসমান গণি, কাজী রেজাউল হক। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন হাফেজ কাওছার মাহমুদ, শাহেদুল হক শিমুল, শানজিদ রহমান সিয়াম ও ফাহিম আহমেদ অনিক। দুয়া ও মোনাজাত পরিচালনা করেন, কুষ্টিয়া মডেল মসজিদের ইমাম হাফেজ মাহাবুবুর রহমান। সর্বোপরি অনুষ্ঠানে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।