বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মো. সিদ্দিকুর রহমান (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার(১২ জুলাই) ভোররাতে আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময়ে উপজেলার 
উপজেলার বড় বগি ইউনিয়নের সওদাগার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া গ্রামের মৃত আজহার মোল্লার পুত্র এবং বড় বগি ইউনিয়নের জয়দেব ব্যাপারীর জামাতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তার মরদেহ বাড়ির বসত ঘরের সামনের রেন্ট্রি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শশুর বাড়ির সদস্যরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, সিদ্দিকুর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল  বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।" তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ জানা যাবে।  এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।