আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিড় এড়াতে রমজানের কেনাকাটায় ব্যস্ত তুষভান্ডারবাসী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিড় এড়াতে রমজানের কেনাকাটায় ব্যস্ত তুষভান্ডারবাসী। রমজানের দ্বিতীয় শুক্রবারে পরে আরও জমজমাট হয়ে উঠেছে ঈদ কেনাকাটা।সকাল থেকেই ভিড় বেড়েছে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সুপার মার্কেটের শপিংমলগুলোতে। 
রবিবার (১৬মার্চ) লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার শহরের  সুপার মার্কেট ও শপিংমলগুলো দেখা যায়, সকাল থেকেই কেনাকাটা করতে মার্কেটগুলোতে আসতে শুরু করেন ক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের চাপ বেড়েছে কয়েকগুণ। 
অভিজাত বিপণি বিতান, শপিং মল, মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের দোকান-আউটলেট এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতা-বিক্রেতাদের। 
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড়, মার্কেটগুলোতে বাড়ছে কেনাবেচার ব্যস্ততা। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটাও। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার-কামিজ।
সাথী আক্তার নামে এক ক্রেতা বলেন, ঈদ ঘনিয়ে আসছে। তাই শেষ সময়ের আশায় না থেকে আগেভাগেই কেনাকাটা সারছেন তারা। এতে শেষ সময়ের চাপ কিছুটা কম পড়বে।গরম মাথায় রেখে এবার সিল্ক আর কটন কাপড়ের হালকা-পাতলা রঙের পোশাকের চাহিদা বেড়েছে। পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারা বলছেন, গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহে হালকা-পাতলা পোশাকের প্রতি। কেউ আবার কিনছেন ভারি কাজের পোশাকও। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলেন,  বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতাদের। এতে বেচাকেনায়ও দরদাম হচ্ছে বেশ।রেজাউল ইসলাম দোকানি জানান, এ বছর ঈদের কেনাকাটা আগেভাগেই শুরু হয়েছে। প্রতিদিনই বাড়ছে ভিড়। এবার নারী, পুরুষ ও শিশুর জন্য বিভিন্ন ডিজাইনের নতুন পোশাকগুলো বিক্রি হচ্ছে ব্যাপক হারে। এছাড়াও মসলিন, সিল্ক, জামদানি, কাতান, কাশ্মীরি কাজ করা শাড়ি ও লেহেঙ্গা, পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, টিশার্ট এবং শিশুদের জন্য নানা রঙের আরামদায়ক পোশাকের চাহিদা বেশি। গরমকে প্রাধান্য দিয়ে ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রেই সুতি কাপড়কে প্রাধান্য দিচ্ছেন বলেও জানিয়েছেন তারা।